images

সারাদেশ

রংপুরে বিপুল পরিমাণ চোলাই মদসহ কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৬ জুলাই ২০২৫, ০৪:৫৯ পিএম

রংপুরের বদরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে নাগেরহাট সাহেবগঞ্জ বাজার এলাকায় ২৭ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার ও নগদ অর্থসহ মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তরে করেছে সেনাবাহিনী।

শনিবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মা’আরিয বিন বাশার।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সেনাবাহিনী গোপন তথ্যের ভিত্তিতে নিয়মিত সেনা টহলটিম শুক্রবার (২৫ জুলাই) নাগেরহাট বাজারে রাত ১২টা থেকে রাত ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন বদরগঞ্জ-তারাগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মা’আরিয বিন বাশার এবং লেফটেন্যান্ট মো. নাজমুল হোসেন মানিক।

অভিযানের সময় নাগেরহাট ও সাহেবগঞ্জ বাজার এলাকার বিভিন্ন স্থানে চিরুনি তল্লাশি চালিয়ে মাদক কারবারি নজরুল ইসলামের (৪০) কাছ থেকে ২টি বস্তায় ১৬০ পিস স্পিডের বোতল ভরা ২৭ লিটার দেশীয় চোলাই মদ বিক্রির সময় গ্রেফতার করে সেনাবাহিনী। এসময় অভিযানে মাদক কারবারির কাছে থাকা চোলাই মদ বিক্রির নগদ অর্থ ১ লাখ ৬৬ হাজার ৯০০ টাকা ও ৪টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবারি হলেন, রংপুরের মিঠাপুকুর থানার চক দুর্গাপুর দুলারহাট এলাকার ফজলউদ্দিন ছেলে নজরুল ইসলাম। তিনি দীর্ঘদিন থেকে এই চোলাইমদের কারবার করে আসছে তার নামে আরও একটি মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন

মহেশপুর সীমান্তে ৩১ স্বর্ণের বার উদ্ধার

চোলাইমদের কারবারি নজরুল ইসলামকে আটকের পর সেনাবাহিনীর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মধ্যেরাতেই তাকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আতিকুর রহমান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২৪(খ) ধারায় তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। মাদক কারবারি নজরুল ইসলামের বিরুদ্ধে আগেও একটি মাদক মামলা রয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

thumbnail_w0RM8ERj

এদিকে লোহানীপাড়া সাহেবগঞ্জ বাসিন্দারা বলেন, অনেক দিন ধরেই সে মদের কারবার করে আসছে। সেনাবাহিনীর এ অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানায় স্থানীয়রা।

বদরগঞ্জ-তারাগঞ্জ সেনাক্যাম্পের ক্যাপ্টেন মা’আরিয বিন বাশার বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে সামাজিকভাবেও সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহায়তা করার জন্য সবাইকে অনুরোধ জানান। তিনি আরও বলেন, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এই মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হই। প্রতিনিয়ত এ ধরনের অভিযানে সেনাবাহিনীর সক্রিয় ভূমিকা মাদক বিরোধী প্রচেষ্টাকে আরও জোরদার করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস