images

সারাদেশ

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে সর্বোচ্চ গুরুত্ব দেবে: ফখরুল

জেলা প্রতিনিধি

২৬ জুলাই ২০২৫, ০৪:০২ পিএম

শিশুশ্রম নিরসন করে কর্মজীবী শিশুদের শিক্ষার ধারায় ফিরিয়ে আনা এবং তাদের একটি সুন্দর ও সুস্থ জীবনের নিশ্চয়তা দিতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সর্বোচ্চ গুরুত্ব দেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৬ জুলাই) দুপুরে ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগরে ইএসডিওর প্রধান কার্যালয়ের জয়নাল আবেদিন হলরুমে অনুষ্ঠিত ‘শিশুশ্রম নিরসনে ঠাকুরগাঁও মডেল: অভিজ্ঞতা ও সাফল্য উপস্থাপন’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

আগে যে ব্যবসায়ী লাখ টাকা ঘুষ দিতেন, এখন তাকে ৫ লাখ দিতে হয়: ফখরুল

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় শিশুশ্রম নিরসন একটি কঠিন চ্যালেঞ্জ হলেও ইএসডিও যেভাবে ঠাকুরগাঁওয়ে এই কার্যক্রম পরিচালনা করছে, তা প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, এ সফলতা সারাদেশে ছড়িয়ে দেওয়া সম্ভব। আমাদের দল সবসময় এ ধরনের জনকল্যাণমুখী উদ্যোগের পাশে থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।

thumbnail_IMG_20250726_150011

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম এবং ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালমা আলী।

প্রতিনিধি/এসএস