images

সারাদেশ

আড়িয়াল খাঁ নদে ভাসছিল নারীর লাশ

জেলা প্রতিনিধি

২৫ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম

বরিশালের মুলাদীতে আড়িয়াল খাঁ নদে ভাসমান এক অজ্ঞাতনামা নারীর (২২) লাশ পাওয়া গেছে। মরদেহের সঙ্গে থাকা ব্যাগে হিন্দি ভাষায় লেখা একটি চিরকুট পাওয়া গেছে। 

 শুক্রবার (২৫ জুলাই) নৌ-পুলিশ সকাল ১০টার দিকে নাজিরপুর ইউনিয়নের পাইকবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে। 

নাজিরপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খন্দকার শফিকুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আজ সকালে নদে একটি অর্ধগলিত লাশ ভাসতে দেখে জেলেরা ফাঁড়িতে সংবাদ দেন। সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়। পরে লাশের দেহ তল্লাশি করে সঙ্গে থাকা একটি ব্যাগে হিন্দি ভাষায় লেখা চিরকুট পাওয়া যায়। চিরকুটে ঠিকানা লেখা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এসআই শফিকুল বলেন, লাশের পরিচয় শনাক্তের লক্ষ্যে বিভিন্ন থানা ও নৌ-ফাঁড়িতে সংবাদ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ