images

সারাদেশ

যাত্রীবাহী বাসে গাঁজা বহন, কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৫ জুলাই ২০২৫, ০৩:৫৭ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে একটি যাত্রীবাহী বাস থেকে দেড় কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইসঙ্গে যাত্রীবেশে নাছিরুল ইসলাম (৩৮) নামের কারবারিকেও গ্রেফতার করা হয়।

শুক্রবার (২৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের একবারপুর নামক স্থানের রংপুর-ঢাকা মহাসড়কে এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন

মাদারীপুরে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও নারীসহ আটক ৬

গ্রেফতার মাদককারবারি ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাধীন রাজগাঁও দানোভিটাপাড়া গ্রামের মৃত নরশেদ আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মোস্তফা জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কুমিল্লা থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী ছাইমন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। তখন সিটে বসা নাছিরুল ইসলামের কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা জব্দসহ তাকে গ্রেফতার করা হয়েছে। পরে নাছিরুলের বিরুদ্ধে মামলা দিয়ে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/এসএস