images

সারাদেশ

শ্রেণিকক্ষে টিকটক করায় ৭ শিক্ষার্থী বহিষ্কার

জেলা প্রতিনিধি

২৩ জুলাই ২০২৫, ১০:০৩ পিএম

নরসিংদীর বেলাব উপজেলার কাশিম নগর উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার করে টিকটক ভিডিও ধারণ ও নাচানাচির ঘটনায় সাতজন শিক্ষার্থীকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার (২৩ জুলাই) ঘটনাটি ঘটেছে।

অভিযোগ রয়েছে, ৮ম শ্রেণির ২ জন ও ৯ম শ্রেণির ৫ জন শিক্ষার্থী শিক্ষক অনুপস্থিত থাকার সুযোগে শ্রেণিকক্ষে প্রবেশ করে মোবাইলে নাচানাচির ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রুবায়েত হোসেন বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপের কারণে শিক্ষার্থীদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ম্যানেজিং কমিটির সভায়।

বিদ্যালয়ের একাধিক শিক্ষক জানান, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন থাকা নিয়মবহির্ভূত এবং এটি বিদ্যালয়ের শৃঙ্খলার চরম লঙ্ঘন। তারা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

আরও পড়ুন

মাইলস্টোন শিক্ষার্থীদের উস্কানি, ফেনীর যুবলীগ নেতা রাফি উত্তরায় আটক

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইব্রাহিম খলিলকে ফোনে পাওয়া না গেলেও, কয়েকজন অভিভাবক বলেন, বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, নৈতিক শিক্ষার কেন্দ্রও। মোবাইল নিষিদ্ধ করে প্রযুক্তির অপব্যবহার রোধ করা দরকার। তবে শৃঙ্খলা প্রশ্নে কোনো ছাড় দেওয়া উচিত নয়।

ঘটনার পরপরই বিদ্যালয়ে এক জরুরি সভায় অভিযুক্ত শিক্ষার্থীদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে তারা চূড়ান্ত প্রতিবেদন দেবে।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল করিম বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকেই প্রথম শুনছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস