images

সারাদেশ

সন্তানের জন্য সংগ্রামী সেই ‘মা’কে দোকান উপহার দিল ‘একজন বাংলাদেশ’

জেলা প্রতিনিধি

২৩ জুলাই ২০২৫, ০৯:৩৫ পিএম

খাবারের সন্ধানে লোহার খাঁচায় করে চার সন্তানকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানো সেই সংগ্রামী মায়ের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘একজন বাংলাদেশ’।

সংগঠনের পক্ষ থেকে জান্নাত বেগমকে উপহার দেওয়া হয়েছে একটি ভ্রাম্যমাণ দোকান। যার নাম রাখা হয়েছে ‘সুখের দোকান’। এই দোকানের আয়ে চলবে জান্নাত বেগম ও তার চার সন্তানের সংসার।

thumbnail_IMG_20250723_211356

বুধবার (২৩ জুলাই) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ কার্যালয়ের সামনে জান্নাত বেগম ও তার স্বামীর হাতে দোকানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন সংগঠনের নির্বাহী পরিচালক নাফিসা আনজুম খান। এসময় সংগঠনের ঠাকুরগাঁও জেলার সদস্যরাও উপস্থিত ছিলেন।

জান্নাত বেগম ঢাকা মেইলকে জানান, গণমাধ্যমে তার জীবন সংগ্রামের খবর প্রচারিত হওয়ার পর তার হারিয়ে যাওয়া স্বামী ফিরে এসেছে । অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন

লোহার খাঁচায় জীবন: সন্তানদের জন্য সংগ্রামী এক মায়ের করুণ অবস্থা

তিনি বলেন, নাফিসা আনজুম খানের মতো একজন মানুষ আমার স্বামীর কর্মসংস্থানের ব্যবস্থাও করে দিয়েছেন। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ।

সংগঠনটির নির্বাহী পরিচালক নাফিসা আনজুম খান গণমাধ্যমকে বলেন, জান্নাত বেগমের চার সন্তানকে নিয়ে জীবন সংগ্রামের হৃদয়বিদারক কাহিনি আমাদের নাড়া দিয়েছে। আমরা চেয়েছিলাম একটি স্থায়ী দোকানের ব্যবস্থা করতে, কিন্তু দোকান ভাড়া না পাওয়ায় ভ্রাম্যমাণ দোকান দিয়েছি। আশা করি, এখন আর জান্নাত বেগমকে সন্তানদের নিয়ে রাস্তায় ঘুরতে হবে না।

thumbnail_IMG_20250723_211452

উল্লেখ্য, সম্প্রতি লোহার খাঁচায় চার সন্তানকে নিয়ে ঠাকুরগাঁও শহরের রাস্তায় খাবারের সন্ধানে ঘোরাঘুরির দৃশ্য গণমাধ্যমে ভাইরাল হয়। সেই হৃদয়স্পর্শী চিত্র ঠাকুরগাঁওয়ের গণমাধ্যমকর্মীরা জনসমক্ষে তুলে ধরেন। এরপর থেকে দেশজুড়ে সাধারণ মানুষ ও বিভিন্ন সংগঠন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

প্রতিনিধি/এসএস