জেলা প্রতিনিধি
২৩ জুলাই ২০২৫, ০২:২৯ পিএম
টানা পাঁচ মাস বন্ধ আছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষা কার্যক্রম। এ নিয়ে চরম উদ্বিগ্ন এবং হতাশ বিশ্ববিদ্যালয়ের সাড়ে পাঁচ সহস্রাধিক শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। চলমান অচলাবস্থা নিরসন এবং দ্রুত শিক্ষা কার্যক্রম চালু করার জন্য দ্রুত ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এ মানববন্ধন বুধবার (২৩ জুলাই) বেলা ১১টায় কুয়েটের দুর্বার বাংলা চত্বরে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন— কুয়েট শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন— সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন, ড. মো. রফিকুল ইসলাম, ড. সুলতান মাহমুদ, অভিভাবক বিথি আক্তার, শিক্ষার্থী মো. সায়েম।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা ক্লাস ও পরীক্ষায় ফিরতে চাই। এজন্য দ্রুত উপাচার্য প্রয়োজন। আমাদের পরীক্ষা গ্যাপ আছে। তারও নিরসন প্রয়োজন।
অভিভাবক বিথি আক্তার বলেন, একটা বিশ্ববিদ্যালয় অভিভাবকহীন থাকলে শিক্ষা কার্যক্রম চালানো কঠিন। তাই দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।
প্রফেসর ড. মো. ফারুক হোসেন বলেন, গত ফেব্রুয়ারি থেকেই কুয়েট অভিভাবকহীন। এখন আমরা নিরুপায়। দ্রুত পদক্ষেপ প্রয়োজন। ছাত্র, শিক্ষক ও অভিভাবক সকলে মিলেই আমরা উপাচার্য নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি।
সভাপতির বক্তব্য প্রফেসর সাহিদুল ইসলাম বলেন, সকলেই ক্লাস চালুর পক্ষে। কিন্তু এখন সমস্যা হচ্ছে ক্লাস চালু করতে উপাচার্যের নির্দেশনা প্রয়োজন। এ কারণে দ্রুত সময়ের মধ্যে উপাচার্য নিয়োগ প্রয়োজন।
প্রতিনিধি/টিবি