জেলা প্রতিনিধি
২২ জুলাই ২০২৫, ০২:৩১ পিএম
রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরসহ নিহত সকলের জন্য রাজশাহী নগরীতে নামাজে অঝোরে কেঁদেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর দেড়টায় নগরীর সপুরা শাহী জামে মসজিদে জোহরের নামাজে তারা কাঁদেন। এসময় তৌকিরসহ নিহতদের মাগফিরাত কামনায় দোয়াও করেন তারা।
জানা গেছে, পাইলট তৌকিরের বংশীয় বাসা চাঁপাইনবাবগঞ্জে। তবে তার পরিবার রাজশাহী নগরীর উপশহর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করত। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নগরীর সপুরা গোরস্থানে তাকে সমাহিত করা হবে। তবে গোরস্থানের পাশেই সপুরা ছয়ঘাটি মোড়ে তাদের নিজস্ব বাসার নির্মাণকাজ চলছে।
সপুরা শাহী জামে মসজিদে ফরজ নামাজ শেষে এ মহল্লার কয়েকজন মুসল্লিকে জোহরের সুন্নাত নামাজে দাঁড়িয়ে অজোরে কাঁদতে দেখা যায়। কয়েকজন মুনাজাতে হাত ওপরের দিকে উঁচিয়ে কাঁদছিলেন। নামাজ ও দোয়া শেষে তারা ঢাকা মেইলকে বলেন, উত্তরার মর্মান্তিক ঘটনা আমরা মনে করতে পারছি না। ছোট ছোট শিশুরা কীভাবে মারা গেল, খুব কষ্ট হচ্ছে আমাদের।
তারা বলেন, ফেসবুকে দেখেছি পাইলট তৌকির লাফিয়ে নিজে বেঁচে যেতে পারতেন। কিন্তু তিনি লাফ না দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বড় ক্ষতি থেকে বাঁচাতে গিয়ে নিজেই জীবন দিলেন। তার এ বীরত্বের পুরস্কার পরিবারকে দেওয়া উচিত।
মুসল্লিরা বলেন, পাইলট তৌকিরকে আমরা কয়েকবার দেখেছি। গত ঈদে এসেছিল। এখানে তাদের নিজস্ব জায়গায় বাসা করছে। খুবই ভাল ছিল ছেলেটা। এত অল্প বয়সে জীবন চলে গেল তার। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। আর তার পরিবারের জন্য সরকার যেন ভাল একটা ব্যবস্থা করেন, এটাই দাবি জানাই।
প্রতিনিধি/ এজে