images

সারাদেশ

গাজীপুরে অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

২১ জুলাই ২০২৫, ০৭:২২ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে গজারি বন থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (২১ জুলাই) সকালে উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের কাছে চন্দ্রা ফরেস্ট অফিসের পাশের জঙ্গলে রোববার গভীর রাতে আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন পথচারী। পরে থানায় খবর দেওয়া হয়। 

খবর পেয়ে পুলিশ সকালে সেখান থেকে মরদেহটি উদ্ধার করে। নিহত ওই তরুণীর পরনে কালো বোরকা ও থ্রি পিস ছিল। এছাড়া তরুণীর পাশে একটি মুঠোফোন ও কালো রঙের ব্যাগ পড়েছিল। 

পুলিশের ধারণা, ওই তরুণীকে শ্বাসরোধে হত্যার পর সেখানে লাশ ফেলে পালিয়েছে দুর্বৃত্তরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন আছে। তরুণীর নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ