images

সারাদেশ

চুনারুঘাটে পাহাড়ি ঢলে সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগ

জেলা প্রতিনিধি

২০ জুলাই ২০২৫, ০৯:৫০ পিএম

পাহাড়ি ঢলে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার রানীগাও-গরমছড়ি সড়কের মাইজ গাঙ্গের কাঠের সেতুটি ভেঙে গেছে।

রোববার (২০ জুলাই) ভোরে আকস্মিক ঢলের স্রোতে সেতুটি ভেঙে পাশের ধানখেতে গিয়ে আটকে যায়। এর ফলে গরমছড়িসহ আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে চুনারুঘাট শহরের যোগাযোগ সাময়িক বিচ্ছিন্ন রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় শিক্ষার্থী শিপন মিয়া জানান, পাহাড়ি ঢলে সেতুটি ভেসে যায়। সেতুর কাঠের অংশটি ধানখেতে আটকে আছে। এ সেতুটিই ছিল এলাকার একমাত্র যাতায়াত মাধ্যম। এ সেতু দিয়েই ইউপি অফিস, বাজার আর শহরে যাওয়া হতো। জরুরি প্রয়োজনে কেউ বের হলে দুর্ভোগে পড়তে হচ্ছে।

আরও পড়ুন

প্রাইভেট কারে আটকে রেখে বুথ থেকে সাড়ে ৬ লাখ টাকা তুলে নিল দুর্বৃত্তরা

সেতু ভেঙে যাওয়ায় উৎপাদিত সবজি ও খাদ্যপণ্য বিক্রির জন্য বাজারে নেওয়া যাচ্ছে না। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা। দ্রুত নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, সেতুটি ভেঙে যাওয়ার বিষয়টি জেনেছি। এর আগেই সেখানে একটি নতুন সেতু নির্মাণের প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষে শিগগিরই কাজ শুরু হবে।

প্রতিনিধি/এসএস