images

সারাদেশ

দেয়ালে দেয়ালে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি

জেলা প্রতিনিধি

২০ জুলাই ২০২৫, ০৭:৫৯ পিএম

‘পানি লাগবে পানি’ মুগ্ধের সেই পানি বিলানো, আবু সাঈদের সেই আত্মত্যাগের মুহূর্ত, রক্তাক্ত ৩৬ জুলাই, স্বাধীন গণভবনসহ জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন উল্লেখযোগ্য মুহুর্তগুলো চাঁদপুর শহরের দেয়ালগুলোতে ভেসে উঠেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের রং-তুলি ও ব্রাশের আঁচড়ে ফুটে উঠেছে জুলাই গণঅভ্যুত্থানের রঙিন এসব গ্রাফিতি।

thumbnail_1000171644

রোববার (২০ জুলাই) শহরের সরকারি মহিলা কলেজের সীমানা প্রাচীরে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ এর অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজিত ২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় এমন দৃশ্যই চোখে পড়ে।

সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলার ৮ উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশগ্রহণ করে।

আরও পড়ুন

প্রক্টর-ছাত্র উপদেষ্টাকে প্রতীকী শাড়ি চুড়ি পরিয়ে দিলেন শিক্ষার্থীরা

thumbnail_1000171638

এসময় জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন, পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আর ইমরান খাঁন, প্রেসক্লাব সভাপতি রহিম বাদশাসহ প্রশাসনের কর্মকর্তারা গ্রাফিতি আঁকা স্থান পরিদর্শন করেন। অতিথিরা সীমানা প্রাচীরে অঙ্কিত প্রতিযোগিতার গ্রাফিতি ও চিত্রাঙ্কনগুলো ঘুরে দেখেন এবং এ বিষয়ে ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলেন।

thumbnail_1000171640

জেলা প্রশাসক বলেন, গেল বছর গণঅভ্যুত্থানের ভূমিকা দেখেছেন। এই গ্রাফিতির মাধ্যমে দেশের মানুষের মনের মধ্যে অধিকারের যে দাবি তা ফুটে উঠেছে। গত বছর এই সময় যেসব ছেলেরা রক্ত দিয়েছে, নির্যাতিত হয়েছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে তাদেরকে স্মরণ করি। আর সেই চিত্রই এই গ্রাফিতিতে ফুটে উঠেছে। আর যারা ওই সময় এই গ্রাফিতি একে অভ্যুত্থানকে বেগবান করেছে তাদের অবদানও কোনো অংশে কম ছিল না। সারাদেশেই এটি হচ্ছে। আশা করছি এর মাধ্যমে জুলাই-আগস্টের প্রকৃত চিত্রটা ফুটে উঠবে।

প্রতিনিধি/এসএস