images

সারাদেশ

পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় সিটি ফিলিং স্টেশনের জরিমানা

জেলা প্রতিনিধি

২০ জুলাই ২০২৫, ০৭:২২ পিএম

পরিমাপে পেট্রোল, অকটেন ও ডিজেল কম দেওয়ার অভিযোগে অভিযান চালিয়ে রংপুরের এক ফিলিং স্টেশনের জরিমানা করেছে বিএসটিআই। 

রোববার (২০ জুলাই) বিকেলে নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকার সিটি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় মেসার্স সিটি ফিলিং স্টেশনকে প্রতি ১০ লিটার ডিজেলে ৬০ মি.লি. কম জ্বালানি তেল প্রদান করার অপরাধে “ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮”-এর ২৯/৪৬ ধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউল হুসনা। 

এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর অফিসের কর্মকর্তা মোছা. মারুফা বেগম ও পরিদর্শক (মেট্রোলজি) মো. আহসান হাবীব।

ওজন ও পরিমাপ, পণ্যের মোড়কজাতকরণ এবং গুণগতমান নিশ্চিতকরণে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই। 

প্রতিনিধি/ এমইউ