ঢাকা মেইল ডেস্ক
২০ জুলাই ২০২৫, ১০:০৪ এএম
নারীর প্রতি সহিংসতা রোধ, মানবাধিকার ও নারী অধিকারের প্রসারে কাজ করা প্রতিষ্ঠান অপরাজেয় বাংলাদেশ তাদের চলমান ‘পারায়ান’ প্রকল্পের আওতায় রাজধানীতে এক মতবিনিময় সভার আয়োজন করে।
শনিবার (১৯ জুলাই) বিকেল ৩টায় রাজধানীর কাফরুল থানাধীন ১৩ নম্বর এলাকায় অপরাজেয় বাংলাদেশের অফিসে অনুষ্ঠিত এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক ও প্রতিষ্ঠাতা ড. ওয়াহিদা বানু স্বপ্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম লিডার উম্মে কাউছার সুমনা। সভায় আরও উপস্থিত ছিলেন এরিয়া ম্যানেজার জাহিদ হোসেন, এম অ্যান্ড ই কর্মকর্তা সঞ্জীব এবং তিন্নি সরকার।
এ সময় বক্তারা বলেন, ‘পারায়ান’ প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য জনগণকে সচেতন করা এবং কমিউনিটি পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।