জেলা প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ০৮:০০ এএম
জুলাই শহীদ জান শরীফ মিঠু স্মরণে ফরিদপুরে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) বাদ আসর শহরের পুরাতন বাস স্ট্যান্ডে এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে শহীদ মিঠুর বন্ধু মহল। সভায় শহরের ভাঙ্গা রাস্তা মোড়কে মিঠুন চত্বর হিসেবে ঘোষণা করার দাবি জানান বক্তারা।
গত বছর আজকের এই দিনে (১৯ জুলাই) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জান শরীফ মিঠু।
শহীদ নিঠুর বন্ধু ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি ও সরকারি রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি ইউসুফ এর সভাপতিত্বে শোক সভায় জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক তানভীর চৌধুরী বলেন, আমাদের এই অঞ্চলে ভাঙ্গা রাস্তার মোড়ের নামকরণটা আমাদের এই শহীদ মিঠুর নামে করার জন্য আমি আমাদের এখানে সদস্য সচিব ও জেলা বিএনপি সহ অন্যান্য সকল নেতাদের প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।
জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন বলেন, প্রশাসনের কাছে আমরা শুধু মিঠু নয়, গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, প্রত্যেক শহীদের যেন রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। তাদের পরিবারের প্রতি রাষ্ট্রের যে দায়িত্ব ও কর্তব্য সেটা যেন পালন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন বিএনপি যদি জনগণের ভোটে ক্ষমতায় যায়, তাহলে গণঅভ্যুথানে সকল শহীদের কে এবং তার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হবে। আমরাও চেষ্টা করছি দলের পক্ষ থেকে যতটুকু সম্ভব। আগামী দিনেও আমাদের দলের পক্ষ থেকে যতটুক সম্ভব আমরা তা করব।
তিনি আরও বলেন, আমরা চাই যে বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার থাকবে, বাংলাদেশে আপনার আমার ভোটে নির্বাচিত প্রতিনিধি থাকবে, দুঃখজনক হলেও সত্য ইতিহাস কথা বলে। ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেই না।
মহানগর বিএনপির আহবায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী বলেন, মিঠু আমার সন্তান সমতুল্য, কিন্তু তার জানাযায় আমি অংশ নিতে পারিনি। ওর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে ছিলাম, তখন আওয়ামী স্বৈরাচারের বাহিনী আমাকে সেখান থেকে তাড়িয়ে দেয়।
তিনি বলেন, অনেকে আমাদের নেতা নেত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আমরা কিছু বলছি না, আমরা শান্তভাবে আছি, আমরা বিশ্বাস করি আরেকজন সম্পর্কে যদি আমি ভালো কথা বলি ওরা আমাদের সম্পর্কে ভালো কথা বলবে। আমি আপনার অধিকার রক্ষায় সচেষ্ট থাকব, আপনি আমার অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন। কিন্তু যদি সেটা বাড়াবাড়ি পর্যায় চলে যায়, সেটা আপনার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতির কারণ। আজকে দেশের যা অবস্থা, সেই অবস্থা থেকে দ্রুত পরিত্রাণের একটাই মাত্র পথ, সেটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন।
ভাঙ্গা রাস্তা মোড়কে মিঠু চত্বর করার বিষয়ে তিনি বলেন, জেলা প্রশাসনের কাছে আমরা সম্মিলিতভাবে এই প্রস্তাব রাখব, ইনশাআল্লাহ আমরা সঙ্ঘবদ্ধভাবে এই দাবী আদায় করব।
এরপর জান শরীফ নিঠুর আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
স্মরণ সভায়, আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি'র যুগ্ন আহবায়ক আতাউর রশিদ বাচ্চু, আহবায় কমিটির সদস্য ও মহানগর কৃষক দলের সভাপতি এডভোকেট মামুন অর রশিদ মামুন, মহানগর বিএনপি'র যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিনানসহ বিএনপি'র বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, জুলাই-আগস্টে শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন দমনে তৎকালীন সরকারি বাহিনীর সশস্ত্র হামলা শুরুর দিকে গত বছরের ১৯ জুলাই ঢাকার উত্তরার বনশ্রীতে গুলিতে নিহত হন শরীফ মিঠু। বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া মিঠু ওইদিন দুপুরে বনশ্রী জামে মসজিদে জুমার নামাজ শেষে চার পাঁচজন সঙ্গীর সঙ্গে ফিরছিলেন। পথিমধ্যে হেলিকপ্টার থেকে গুলি করা হলে একটি গুলি তার বুকের কাছ দিয়ে শরীর ভেদ করে পিঠের দিক দিয়ে বের হয়ে যায়। দ্রুত তাকে বনশ্রী ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।