জেলা প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ০৪:৫৪ পিএম
পিরোজপুরের নেছারাবাদে পাঁচ কেজি গাঁজাসহ মো. মফিজুল (৫৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পিরোজপুর ডিবি পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার বরছাকাঠি গ্রামের নিজ বসতঘর থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তফা শওকত জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ খবর পেয়ে ওই গাঁজাসহ তাকে গ্রেফতার করে। ডিবি মফিজুলকে গ্রেফতার করে রাতেই তাকে নেছারাবাদ থানায় হস্তান্তর করেছে।
গ্রেফতার মফিজুল সোহাগদল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বরছাকাঠি গ্রামের মো. কেরামত ডাকুয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারি মফিজুল দীর্ঘ দিন ধরে নেছারাবাদে বসে গাঁজার কারবার করছেন। তিনি কুমিল্লা, বরগুনা ও বরিশাল থেকে নৌপথে, কখনও মাহেন্দ্রযোগে গাঁজার বড় বড় চালান নিয়ে আসেন। এখান থেকে সে কিছু ছোট ছোট বিক্রেতাদের মাধ্যমে মাদকসেবীদের কাছে মাদক পৌঁছে দেয়।
পিরোজপুর ডিবি পুলিশের ওসি মো. তরিকুল ইসলাম জানান, মফিজুলকে গ্রেফতার করে নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
প্রতিনিধি/ এমইউ