জেলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৫, ০২:১৪ পিএম
গোপালগঞ্জে ন্যাশনাল পিপলস পার্টির (এনসিপি) সমাবেশে আওয়ামী লীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালী শহরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা শহর আমির মাওলানা ইউসুফের নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়াতের আমির শিক্ষাবিদ ইহসাক খন্দকার।
নোয়াখালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের মাধ্যমে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মিছিলে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।
বিক্ষোভকারীরা মিছিলে স্লোগান স্লোগানে তারা গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমির শিক্ষাবিদ ইহসাক খন্দকার বলেন, এ ধরনের হামলা গণতান্ত্রিক অধিকারের ওপর চরম আঘাত। একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন কীভাবে প্রকাশ্যে ও অস্ত্র নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা চালায় এবং পূর্ব ঘোষিত এনসিপির প্রোগ্রামে ভাঙচুর চালায়। এই ধরনের হামলা একটি সন্ত্রাসী সামলা বলে আখ্যায়িত করেন।
প্রতিনিধি/এসএস