images

সারাদেশ

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে প্রতীকী ম্যারাথন

জেলা প্রতিনিধি

১৮ জুলাই ২০২৫, ১১:৪৮ এএম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৫ দিবস উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টার কুষ্টিয়ার জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে এ ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

thumbnail_1000152082

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে এ ম্যারাথন প্রতিযোগিতায় ছাত্র জনতা সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের জনগণ অংশগ্রহণ করেন। ম্যারাথন শেষে ৫ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেওয়া জেলা ২৫ জনকে ক্রমান্বয়ে মেডেল ও সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

1000152081

এসময় তিনি বলেন, জুলাইয়ের এক একটি দিন আমাদের ইতিহাসের এক গৌরবময় এবং বেদনাবিধুর অধ্যায়। আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত সেই বীর শহীদদের, যারা গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তারা ছিলেন দেশের প্রকৃত সাহসী সন্তান, যাদের ত্যাগ আমাদের চেতনাকে জাগ্রত করে, পথ দেখায়।

1000152079

এই শহীদরা আমাদের শিখিয়ে গেছেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানো কতটা জরুরি।

আরও পড়ুন

চুয়াডাঙ্গায় ‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষ্যে প্রতীকী ম্যারাথন

এসময় অতিরিক্ত জেলা সার্বিক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক সুফি মোহাম্মদ রফিকুল ইসলাম, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা-উদ্দীন জোয়ার্দ্দার, কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকন উজ্জামান, এনডিসি জাহিদ হাসান, জেলা ক্রীড়া অফিসার তানভীর অফিসার, জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা মোহাম্মদ আব্দুল্লা, কুষ্টিয়া জেলা বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তাসহ ২৪'র জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধা, আহত যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যরাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস