জেলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৫, ১১:৩৯ এএম
‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ উপলক্ষ্যে চুয়াডাঙ্গায় প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল ৭টায় চুয়াডাঙ্গা সরকারি কলেজ গেটের সামনে থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জুলাই যোদ্ধা শহীদ শুভর বাবা আবু সাঈদ।
দুই কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেন শতাধিক প্রতিযোগী। দৌড় শুরু হয়ে শেষ হয় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ প্রাঙ্গণে।
প্রতিযোগিতায় ৭ মিনিট ৫১ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অধিকার করেন দামুড়হুদা জয়রামপুরের সজল ইসলাম। দ্বিতীয় হন আলুকদিয়ার সবুজ (সময়: ৭ মিনিট ৫৪ সেকেন্ড), এবং তৃতীয় স্থান অধিকার করেন বসু ভান্ডারদহের সুজন আলী (সময়: ৭ মিনিট ৫৬ সেকেন্ড)।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার, শহীদ পরিবারের সদস্যরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস