images

সারাদেশ

এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ 

জেলা প্রতিনিধি

১৭ জুলাই ২০২৫, ১০:১২ পিএম

গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলা এবং অগ্নিসংযোগের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে মহানগর জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জেলা শহরের রাজবাড়ী সড়কে এই কর্মসূচি পালিত হয়।

এ সময় গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নায়েবে আমির খাইরুল হাসান, মুহাম্মদ হোসেন আলী, সেক্রেটারি আবু সাঈদ মো. ফারুক, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, আজহারুল ইসলাম মোল্লা, মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রেজাউল ইসলাম। 

জয়দেবপুর কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে বক্তারা বলেন, সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপর্যুপরি ব্যর্থতার কারণেই গোপালগঞ্জ রক্তাক্ত হয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার না করায় দুর্বৃত্তরা এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর দুঃসাহস দেখিয়েছে। 

এসময় হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করার আহ্বান জানান বক্তারা। কর্মসূচিতে বিভিন্ন থানা ও ওয়ার্ডের জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এএইচ