images

সারাদেশ

ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ৩

জেলা প্রতিনিধি

১৭ জুলাই ২০২৫, ১০:১২ পিএম

রংপুরে বজ্রপাতে সিপন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশুসহ তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়নের পাঠক শিকড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিপন ওই গ্রামের আব্দুর ছাত্তার মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সিপন বাড়ির পাশে একটি ফাঁকা জমিতে তার সমবয়সী শিশুদের সঙ্গে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে হওয়া আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা যায়। বজ্রপাতে আহত অপর তিনজনের মধ্যে শাহিনকে (৩৮) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মুন্না (১২) ও শাওনকে (১৩) স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

নিহত সিপনের মা মনি বেগম জানান, তার ছেলে সিপনসহ কয়েকজন ছেলে জমিতে ফুটবল খেলছিল। এ সময় বৃষ্টির সঙ্গে হওয়া হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। 

 প্রতিনিধি/ এমইউ