images

সারাদেশ

একতরফা নির্বাচনে যারা অংশ নিয়েছে, তারাও স্বৈরাচার: আবু নাসের

জেলা প্রতিনিধি

১৭ জুলাই ২০২৫, ০৮:২৭ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, অতীতে আওয়ামী লীগের পাতানো একতরফা নির্বাচনে যারা অংশ নিয়েছে, তারাও স্বৈরাচারের অংশীদার। সকল স্বৈরাচার একত্রিত হয়ে রাতের ভোটের মাধ্যমে জনগণের ভোটাধিকার হরণ করেছিল। তাই যদি ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়, তাহলে এদের অনেকেই আর কখনো নির্বাচিত হতে পারবে না।

বৃহস্পতিবার বিকেলে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের তালতলী বাজারে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

আবু নাসের রহমাতুল্লাহ আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হতে পারবে না—এই বাস্তবতা উপলব্ধি করেই কিছু বিতর্কিত নেতা জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। কিন্তু এ দেশের জনগণ, বিশেষ করে নতুন প্রজন্ম, গত ১৫ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই যারা জাতীয় নির্বাচন বানচালের অপচেষ্টা করছে, তাদের সেই দুঃস্বপ্ন তরুণ সমাজ কখনো বাস্তবায়ন হতে দেবে না।

কিছু নেতার তারেক রহমানকে নিয়ে দেওয়া কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আবু নাসের বলেন, পতিত স্বৈরাচারের বিভিন্ন নির্বাচনে অংশ নিয়ে তারা স্বৈরাচারকে দীর্ঘস্থায়ী করতে অপতৎপরতায় লিপ্ত ছিল। ১/১১-র অগণতান্ত্রিক সরকারের আমলে তারেক রহমান ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়ে মারাত্মকভাবে মৃত্যুর ঝুঁকিতে পড়েছিলেন। কিন্তু গত ১৭ বছর দেশের বাইরে থেকেও তিনি এই স্বৈরাচারবিরোধী আন্দোলনের ধারাবাহিক নেতৃত্ব দিয়ে আসছেন।

এ সময় শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি নেতা হেমায়েত হোসেন মুরাদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন—শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল কবির ফরহাদ, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিটু ও শেখ শহিদুল ইসলাম সাজ্জাদ, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইলিয়াস আহমেদ, বরিশাল সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।

প্রতিনিধি/একেবি