images

সারাদেশ

গাজীপুরে চাঁদাবাজির মামলার আসামিদের গ্রেফতারের দাবি

জেলা প্রতিনিধি

১৬ জুলাই ২০২৫, ০৯:২৭ পিএম

গাজীপুরে অটোস্ট্যান্ডে চাঁদাবাজির মামলার এজাহারভুক্ত আসামি ইসলাম উদ্দিনসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ, মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।

বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় সদর উপজেলা বাঘের বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম উদ্দিন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতাকর্মীদের সাথে মিলে বাঘের বাজার এলাকার সাধারণ নিরীহ মানুষের জমি দখল করেছে। তার নেতৃত্বে একটি চক্র বাঘের বাজার ও আশপাশের এলাকায় ভূমি দখল এবং অটোস্ট্যান্ডে চাঁদাবাজি করে আসছে।

আরও পড়ুন

কনস্টেবলকে চড়-থাপ্পড়, বিএনপি নেতার নামে মামলা

এসময় ইসলাম উদ্দিনসহ অন্যান্য আসামিদেরকে দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা।

IMG-20250716-WA0010

গত ১১ জুলাই বিকেলে বাঘের বাজার-সাফারি পার্ক সড়কে অটোস্ট্যান্ড থেকে তার লোকজন চাঁদা তুলতে আসলে চালক ও এলাকাবাসী তাদের বাধা দেয়। এসময় নিরীহ এক অটোচালককে মারধর এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী দেলোয়ারকে তার দোকানে আটক করে নির্যাতন করা হয়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় পরদিন দেলায়ার হোসেন বাদী হয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামি করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। এদিন ওই মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমদে বলেন, ইতোমধ্যে ওই মামলার দুই নম্বর আসামি শহিদুল্লাহকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তিনি এখনও কারাগারে রয়েছেন। অন্যান্য আসামিদেরকে গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস