জেলা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ০৭:২৮ পিএম
গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এনসিপি।
বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন—‘ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ’, ‘এনসিপি নেতাদের ওপর হামলা কেন? প্রশাসনের জবাব চাই’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত—রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।’
অবরোধ কর্মসূচির কারণে মহাসড়কের উভয় দিকে—ঢাকা ও চট্টগ্রামমুখী লেনে—তীব্র যানজট তৈরি হয়েছে। যানজটে পড়ে অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। শুধুমাত্র জরুরি সেবার অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারছে না।
এনসিপির সংগঠক আব্দুল আজিজ বলেন, ‘গোপালগঞ্জে আমাদের নেতারা জুলাইয়ের রোডমার্চে অংশ নিতে গেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। ফেরার পথেও আমাদের গাড়িবহরে পুনরায় হামলা হয়। দুই দফা হামলায় আমাদের বহু নেতা-কর্মী আহত হয়েছেন। আমাদের কেন্দ্রীয় নেতারা এখনও অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। নেতারা ফিরে না আসা পর্যন্ত আমরা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাব।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার আমাদের নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই অবস্থায় আমরা আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হচ্ছি।’
এদিকে, ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘আমরা আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরে যেতে বলেছি। তারা জানিয়েছে, অল্প সময়ের মধ্যেই অবরোধ তুলে নেবে।’
প্রতিনিধি/একেবি