জেলা প্রতিনিধি
১৬ জুলাই ২০২৫, ০৬:০৫ পিএম
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার ঘটনার পর মাদারীপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সারাদেশে চলমান পদযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরের উদ্দেশে রওনা দেন এনসিপির শীর্ষ নেতারা। পথিমধ্যে তারা হামলার শিকার হন। এ হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে।
হামলার ঘটনার পরই এনসিপির কেন্দ্রীয় নেতাদের আগমনকে কেন্দ্র করে মাদারীপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মাদারীপুর জেলার প্রবেশদ্বার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পাশাপাশি ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর, ঘটকচর, খাগদি, মোস্তফাপুর, পাথুরিয়ারপাড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র্যাব, সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এনসিপির যেসব শীর্ষ নেতা মাদারীপুরে আসছেন তাদের মধ্যে রয়েছেন—এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম; দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ; উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম; ডা. তাসনিম জারা; সংগঠক মেহেরাব সিফাতসহ আরও অনেকে।
তারা মাদারীপুর শহরের স্বাধীনতা অঙ্গনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান জানান, ‘এনসিপির জুলাই মাসের পদযাত্রা উপলক্ষে মাদারীপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রশাসন সব ধরনের প্রস্তুতি নিয়েছে।’
উল্লেখ্য, পূর্বঘোষিত সময় অনুযায়ী এনসিপির কেন্দ্রীয় নেতাদের দুপুর ৩টায় মাদারীপুরে উপস্থিত থাকার কথা ছিল। তবে গোপালগঞ্জে হামলার কারণে সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
এদিকে, শহরের স্বাধীনতা অঙ্গনে হামলার প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
প্রতিনিধি/একেবি