images

সারাদেশ

চাঁদপুরে তিন শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ

জেলা প্রতিনিধি

১৬ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম

চাঁদপুরে দেশীয় প্রজাতির ছোট মাছ নিধনকারী নিষিদ্ধ তিন শতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) বিকেলে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।

1000169421

তিনি বলেন, সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন আজ ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত ডাকাতিয়া নদীতে শহর থেকে গাছতলা, মৈশাদি, বাগাদী হয়ে সদরের রামপুর ইউনিয়ন পর্যন্ত ম্যারাথন অভিযান পরিচালনা করে।

1000169422

এসময় তিনশতাধিক চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

আরও পড়ুন

জামালপুরে ৫ লাখ ভারতীয় ব্লেডসহ আটক ২

চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জামিল হোসেন, দফতরের অন্যান্য কর্মচারী এই অভিযানে অংশগ্রহণ করেন।

1000169433

এছাড়াও কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

প্রতিনিধি/এসএস