images

সারাদেশ

৮ স্বর্ণের বারসহ ২ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি

১৫ জুলাই ২০২৫, ১০:৫০ পিএম

যশোর সদর উপজেলার তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে আট স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। 

মঙ্গলবার (১৫ জুলাই) ভোরে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন - শার্শা উপজেলার দক্ষিণ ঘিবা এলাকার ইসমাইল হোসেনের ছেলে আবু সাঈদ ও একই এলাকার শাহাজানের ছেলে মাহিনুর রহমান।

বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। 

আটকদের প্যান্টের পকেটে এবং মানিব্যাগের ভেতরে বিশেষ কায়দার লুকানো অবস্থায় ওই সোনার বারগুলো পাওয়া যায়। আসামিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা ঢাকা থেকে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার জন্য সোনার বারগুলো নিয়ে যাচ্ছিল। তারা আরও জানায়, ঢাকার সদরঘাট এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল যাচ্ছিল তারা।  

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পাচারকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে তাদেরকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত সোনার বাজার মূল্য এক কোটি একচল্লিশ লাখ তিরাশি হাজার তিনশত চল্লিশ টাকা। তিনটি মোবাইল ও একটি পাওয়ার ব্যাংক-এর মূল্য তেত্রিশ হাজার পাঁচশ টাকা।

 প্রতিনিধি/ এমইউ