images

সারাদেশ

চুক্তি ভঙ্গ করে লিজ দেওয়া জমি দখল নিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি

১৫ জুলাই ২০২৫, ০৮:৫৫ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে চুক্তি ভঙ্গ করে লিজ দেওয়া জমি দখল নিতে মানববন্ধনের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে শ্যামনগর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন লিজ দিয়ে আবার জমি দখল করতে যাওয়া জমির মালিকরা।

জানা গেছে, সাতক্ষীরা শ্যামনগর উপজেলার হরিনগর এলাকায় ২০২০ সালের ৩১ জুলাই হতে ২০৩৫ সালের ৩০ জুলাই পর্যন্ত ১৫ বছর মেয়াদে প্রায় এক হাজার বিঘার মৎসঘের লিজ নেয় ’প্যান্ডামিক ফিশারিজ লিমিটেড’। লিজের স্বত্ব অনুযায়ী জমির মালিকদের প্রথম পাঁচ বছর প্রতি বিঘা জমি বাবদ ১০ হাজার টাকা, পরের পাঁচ বছর ১২ হাজর ৫০০ টাকা, শেষ পাঁচ বছর ১৫ হাজার টাকা হারি প্রদান করবে প্যান্ডামিক ফিশারিজ লিমিটেড। এছাড়া প্রতিবছর ৩০ জুলাই এর মধ্যে লিজের টাকা পরিশোধ করতে হবে। বিলম্ব হলে ১০ হাজার টাকা হারে অতিরিক্ত টাকা পরিশোধ করবে।

আরও পড়ুন

পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের দাবিতে পঞ্চগড়ে আইনজীবীদের মানববন্ধন

প্যান্ডামিক ফিশারিজ লিমিটেডের মালিক সাইদুর রহমান জানান, জমির মালিকদের সাথে আমার ৩৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। প্রায় ৩০০ জন জমির মালিকের কাছ থেকে আমরা জমি লিজ নিয়েছি। এবছর ২০০ এর বেশি জমির মালিক লিজের টাকা নিয়েছে। বাকিরা একটি চক্রের খপ্পরে পড়ে টাকা নেয়নি।  এজন্য যেসব মালিক এখনও টাকা নেয়নি। আমি কোর্টের মাধ্যমে সমান পাঠিয়ে তাদের উদ্যোগ নিয়েছি। দ্রুত সময়ের মধ্যে তাদের কাছে টাকা পৌঁছে যাবে।

1000244219

মানববন্ধনে জমির মালিকরা অভিযোগ করে বলেন, প্যান্ডামিক ফিশারিজ কর্তৃপক্ষ এক হাজার বিঘা জমি লিজ নিয়ে দীর্ঘদিন ধরে হারির টাকা পরিশোধ না করে এখন জমি জবরদখলের চেষ্টা করছে। জমির মালিকরা টাকা দাবি করলে তাদেরকে ভয়ভীতি, হুমকি এবং হয়রানিমূলক মামলায় জড়ানো হচ্ছে।

বক্তারা আরও বলেন, সাবেক সচিব সাইদুর রহমানের নির্দেশে ঘের দখলে রেখেছে ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, তার সহযোগী রাহুল মোড়ল, সাদ্দাম, মোস্তফা, মশিউর রহমান ও বখতিয়ার রহমান ঘের দখল করে আছে।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু বলেন, প্রজেক্টে বর্তমানে ১২ কোটি টাকার মাছ ছাড়া আছে। ব্যাংক লোন আছে ১৬ কোটি টাকা। আমি প্রজেক্টের মালিক সাইদ সাহেবের ম্যানেজার হিসেবে দেখাশোনা করছি। যারা এখনও লিজের টাকা নেয়নি তাদের বারবার টাকা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। যারা লিজের টাকা পাবে তারা যে কোনো সময় টাকা চাইলে দেওয়া হবে। তবে এখাবে চক্রান্ত না করার অনুরোধ জানান তিনি।

প্রতিনিধি/এসএস