images

সারাদেশ

বরিশালে দিনে-দুপুরে ঘরে ঢুকে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

১৫ জুলাই ২০২৫, ০৭:২১ পিএম

বরিশালের বাকেরগঞ্জে দিনে-দুপুরে নিজের ঘরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হত্যার শিকার হয়েছেন হাজী আব্দুস সত্তার হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধ। 

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বাকেরগঞ্জ থানাধীন গোলদার বাড়ি এলাকার একটি দু’তলা ভবনের নিচতলায় এই ঘটনা ঘটে। 

এ বিষয়টি নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। 

হত্যাকারী ব্যক্তি পাঞ্জাবি পরা এবং তার মুখে দাড়ি ছিল বলে প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছেন নিহতের স্ত্রী নাসিমা।

নিহত হাজী আব্দুস সত্তার হাওলাদার অবসরপ্রাপ্ত স্যানিটারি ইন্সপেক্টর ছিলেন। তার স্ত্রীসহ একজন করে ছেলে ও মেয়ে রয়েছে।

নিহতের স্ত্রী নাসিমা বেগম জানান, বসতঘরের দরজায় কে বা কারা নক দেয়। তখন তার স্বামী আব্দুস সত্তার দরজা খুলে দিলে একজন লোক ছুরি দিয়ে তাকে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। তখন চিৎকার শুনে তার কাছে যাওয়ার আগেই হত্যাকারী পালিয়ে যায়। 

হত্যাকারী পাঞ্জাবি পরিহিত এবং তার মুখে দাড়ি ছিল। উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জাহিদ হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে তিনি মারা গেছেন। নিহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। এ কারণে তার অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।

বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, অপরিচিত এক ব্যক্তি বৃদ্ধকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। কারা এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

প্রতিনিধি/ এমইউ