১৪ জুলাই ২০২৫, ১০:৩৬ পিএম
দেশে চাঁদাবাজি ও দুর্নীতি আবারও রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরে জায়গা করে নিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় বরগুনা পৌর মার্কেট চত্বরে এনসিপির ‘দেশগড়ার চলমান পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত পথসভায় তিনি বলেন, ‘আমরা সেই সিস্টেম চাই না, যারা মাফিয়াদের রক্ষা করে। দুর্ভাগ্যজনকভাবে, একটি দল এখনো সেই পুরোনো সিস্টেমকে টিকিয়ে রেখেছে এবং চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে যাচ্ছে।’
নাহিদ ইসলাম ঢাকার পুরান এলাকায় বরগুনার যুবক সোহাগকে হত্যার প্রসঙ্গ টেনে বলেন, ‘বরগুনাবাসী কি পাথর মেরে হত্যার রাজনীতি চায়? চাঁদাবাজির রাজনীতি চায়? আপনাদের সন্তানকে ঢাকায় হত্যা করা হয়েছে। এখন প্রতিবাদের সময়। শহীদের রক্তের বিনিময়ে যে রাষ্ট্র, সেখানে যদি আইনের শাসন ভেঙে পড়ে, তাহলে আমরা আর চুপ থাকবো না।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই বাংলাদেশপন্থী রাজনীতি—ভারত কিংবা পাকিস্তানপন্থা নয়। যারা একসময় পাকিস্তানপন্থীদের পুনর্বাসন করেছে, তারাই এখন মুজিববাদীদের পুনর্বাসন করছে। আমরা স্পষ্টভাবে বলছি—মুজিববাদ নয়, চাঁদাবাজির রাজনীতিও নয়।’
সভায় বরগুনা ও উপকূলের উন্নয়ন নিয়ে এনসিপির পরিকল্পনার কথা তুলে ধরে নাহিদ বলেন, ‘নদী ও সমুদ্র রক্ষা করবো, উপকূল সুরক্ষা করবো। স্বাস্থ্য ও শিক্ষার নিশ্চয়তা চাই। চাই নিরপেক্ষ নির্বাচন কমিশন এবং নিয়ন্ত্রিত প্রধানমন্ত্রিত্ব। স্বৈরতন্ত্র আর ফিরতে দেওয়া যাবে না।’
পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে বরণ করেন।
সারজিস আলম বলেন, ‘শোনা গিয়েছিল দক্ষিণাঞ্চলে উন্নয়নের জোয়ার চলছে। কিন্তু বরগুনায় এসে দেখলাম—ভাঙা রাস্তা, পানিতে ভাসা শহর। যারা জনগণের পুলিশ না হয়ে দলের পুলিশ হয়েছেন, আগামী বাংলাদেশে তাদের ঠাঁই হবে না।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘২৪-এ পার পেয়েছেন, কিন্তু আগামীতে জান নিয়ে পালাতে হবে—এটা যেন কেউ না ভুলে।’

এছাড়া বক্তব্য রাখেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব জাফরিন জারা, শামান্তা শারমিন, ফয়সাল মাহমুদ শান্ত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়ক তালাত মোহাম্মদ রাফি।
পথসভায় বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার হাজার হাজার জনতা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একেবি