images

সারাদেশ

গাজীপুরে নিখোঁজের ৫ দিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৪ জুলাই ২০২৫, ০৮:১১ পিএম

গাজীপুরের ধীরাশ্রম থেকে নিখোঁজের ৫ দিন পর নাবিলা নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) বিকেলে বাড়ির পেছন থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। চার বছরের শিশু নাবিলা কানিজ নাবার মরদেহ উদ্ধারের খবরে কান্নায় ভেঙে পড়েন তার স্বজনরা। মরদেহের বীভৎসতা দেখে হতবাক এলাকাবাসী।

thumbnail_Screenshot_20250714_194246_Editor_Lite

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গেল ৯ জুলাই পাশের বাড়িতে যাওয়ার উদ্দেশে ঘর থেকে বেরিয়েছিল নাবা। এরপর থেকেই তার আর খোঁজ মেলেনি। এ ব্যাপারে এলাকায় নিখোঁজের সন্ধান চেয়ে মাইকিং করা হয়। ঘটনার ৫ দিন পর সোমবার বাড়ির পাশে বস্তাবন্দি কিছু একটা পড়ে থাকতে দেখেন নিহতের চাচা কুদ্দুস মিয়া। পরে বস্তা খুলতেই হাতমুখ বাঁধা অবস্থায় নাবিলার মরদেহ বেড়িয়ে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, শিশুটিকে পরিকল্পিতভাবে হাত-পা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

thumbnail_Screenshot_20250714_194251_Editor_Lite

নিহতের মা খাদিজা বেগম বলেন, নাবিলার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করেছি, সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছি কিন্তু কোনো সুখবর পাইনি। আজ বীভৎস অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। আমাদের ধারণা, প্রতিবেশী কেউ এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এ ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আরও পড়ুন

শ্রীমঙ্গলে কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার দুই

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, মেয়েটিকে দুর্বৃত্তরা হত্যা করেছে। এ ব্যাপারে তদন্ত করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

বাবা প্রবাসে থাকায় দুই মেয়েকে নিয়ে গাজীপুরের ধীরাশ্রমে বসবাস করতেন খাদিজা বেগমের। নাবিলা ছিল তাদের প্রথম সন্তান।

প্রতিনিধি/এসএস