images

সারাদেশ

গাজীপুরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী দু’জন নিহত

জেলা প্রতিনিধি

১৪ জুলাই ২০২৫, ০৪:২৪ পিএম

গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে বদনীভাঙ্গা মোড়ে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী দু'জন) নিহত হয়েছেন।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শ্রীপুর উপজেলার সিমলাপাড়া গ্রামের মো. আহমদ আলীর ছেলে হারুন অর রশিদ (৪০) ও একই গ্রামের মো. বারেকের ছেলে জাকির হোসেন (৪৫)। তারা দু’জনই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।

আরও পড়ুন

বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত

নিহতের স্বজন‌ ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলযোগে দু’জন শিমলাপাড়া বাজার থেকে রওনা দেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে চালক হারুন ও আরোহী জাকির গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। আহত জাকিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে মারা যান জাকির হোসেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার পরপরই ঘাতক পিকআপ পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস