জেলা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৫, ০৫:০৫ পিএম
চাঁদাবাজির অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।
রোববার (১৩ জুলাই) সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম নয়নের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতারুল ইসলাম আতা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় পরিচয় ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় হোসেন আলীকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।
সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ বলেন, দলীয় পদ ব্যবহার করে ব্যক্তিস্বার্থে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত কারও স্থান যুবদলে হতে পারে না। কেন্দ্রীয় সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। যুবদলের অভ্যন্তরীণ শুদ্ধি প্রক্রিয়ার বড় পদক্ষেপ এটি। গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার নির্যাতনের পরও আমরা জনগণের পক্ষে ছিলাম, এখনও আছি।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতারুল ইসলাম আতা বলেন, দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। হোসেন আলীর কর্মকাণ্ডে আমরা বারবার বিব্রত হয়েছি। এ ধরনের পদক্ষেপ দলের ভাবমূর্তি রক্ষায় অত্যন্ত জরুরি। অভিযুক্ত ব্যক্তির পাশে থেকে যুবদল আইনি সহায়তা করবে।
জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ হযরত আলী বলেন, অপরাধ করে কেউ দলের ছত্রছায়ায় থাকতে পারে না। চাঁদাবাজির ঠাঁই বিএনপিতে নাই। আমার পক্ষ হতে সব নেতাকর্মীদের পরিষ্কার বার্তা, আপনারা জনগণের ভালবাসা অর্জন করেন। কোনো প্রকার অনৈতিক কাজের অভিযোগ পেলে তা তদন্ত সাপেক্ষে দলীয় ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ফ্যাসিবাদীদের সঙ্গে কোনো প্রকার আপস নয়।
এর আগে ১২ জুলাই রাতে শেরপুর পৌর শহরের শরিফ আব্দুল্লাহর ছেলে সালমান আব্দুল্লাহ চাঁদাবাজির অভিযোগ করেন জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীর বিরুদ্ধে। হোসেন আলীকে ৫ তারিখের পর হতে নানাভাবে চাঁদা দিতে হয়েছে তাকে। একপর্যায়ে চাঁদা দিতে না পারায় মাসখানেক ধরে তার দোকানটি বন্ধ রয়েছে। চাঁদা না পেয়ে গতকাল হোসেন আলী সালমান ও তার স্ত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ৫ তারিখের আগে হোসেন আলী সিএনজি অটোরিকশা চালালেও এখন হঠাৎ তার বেশবাস পাল্টে যায়। শেরপুর সদর থানায় সালমান হোসেন আলীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছেন।
প্রতিনিধি/ এমইউ