জেলা প্রতিনিধি
১৩ জুলাই ২০২৫, ০৯:০৪ এএম
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান বলেছেন, প্রতিটি হাসপাতালের জন্য জরুরি বিভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে রোগীরা যেমন হঠাৎ করে, জরুরিভাবে আসবে, তেমনি চিকিৎসক ও নার্সদেরও সেভাবে প্রস্তুত থাকতে হবে। এটা স্বাস্থ্য বিভাগের জন্য খুবই চ্যালেঞ্জিং। জরুরি সেবা নিশ্চিতের জন্য সবার আন্তরিক হতে হবে।
শনিবার বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবায় কমিউনিটির সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাইদুর রহমান বলেন, বাগেরহাট সদর হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন নাই। খুব দ্রুত সময়ের মধ্যে এই দুটি মেশিন বাগেরহাট সদর হাসপাতালে সরবরাহের চেষ্টা করা হবে।
তিনি আরও বলেন, এছাড়া বাগেরহাট সদর হাসপাতালে যে আইসিইউ রয়েছে, এটি নতুন নয়। চিকিৎসক ও নার্স পেলে আবারো আইসিইউ সেবা চালু করা হবে। হাসপাতালে যে চিকিৎসক সংকট রয়েছে, তা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো।
খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন— স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, সাবেক সচিব ড. মো. মশিউর রহমান, বিএনপি কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান, ড. মো. ফরিদুল ইসলাম, ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম প্রমুখ।
এর আগে হাসপাতাল পরিদর্শন ও নতুন অপারেশন কমপ্লেক্স উদ্বোধন করেন সাইদুর রহমান।
পরে বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেশরগাতি এলাকায় লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প ও জেলা শহরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন তিনি।
/এএস