images

সারাদেশ

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন-পাইপ জব্দ

উপজেলা প্রতিনিধি

১৩ জুলাই ২০২৫, ০৭:৪২ এএম

মিরসরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সংরক্ষিত বনে বালি উত্তোলনের অপরাধে ২টি ড্রেজার মেশিন ও ৫শ ফুট পাইপ জব্দ করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) বিকেলে মিরসরাই রেঞ্জের হিঙ্গুলী খালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের কর্মকর্তা এসএম কায়চার বলেন, শনিবার বিকেলে চট্টগ্রাম উত্তর বন বিভাগের অধীনে মিরসরাই রেঞ্জের হিঙ্গুলী বিটে রামগড়-সীতাকুন্ড রিজার্ভ ফরেস্ট মৌজায় হিঙ্গুলী খালে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিন ও প্রায় ৫শ ফুট বালু তোলার পাইপ জব্দ করা হয়। আসামিরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে বন মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি