জেলা প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ০৯:০৬ পিএম
মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়শা সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের ‘খোঁয়াজপুর-টেকেরহাট’ এলাকার জামাল শিকদারের মেয়ে ও খোঁয়াজপুর-টেকেরহাট সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী।
এই ঘটনায় সিহাব ও মামুন নামে দু’জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সিহাব মাদবর নিহত আয়শার পূর্ব পরিচিত ও কলেজ বন্ধু।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, বিকেলে ইজিবাইকযোগে মামাতো বোন রহিমা আক্তারকে সঙ্গে নিয়ে কেনাকাটা করতে নিজ বাড়ি থেকে শহরের পুরান বাজার আসছিলেন আয়শা আক্তার। মাঝপথ থেকে আয়শার বন্ধু সিহাব মাদবর ও মামুন খান নামে দুই যাত্রী ওই ইজিবাইকে ওঠেন। মাদারীপুর পৌরসভা কার্যালয়ের সামনে এলে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শার মৃত্যু হয়। পরে আয়শার মরদেহ নিয়ে আসা হয় মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে আসে পুলিশ।
বিষয়টিতে অস্বাভাবিক মনে হলে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় সিহাব ও মামুনকে। পরে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, ওই শিক্ষার্থীর গলায় ওড়না পেঁচিয়ে মৃত্যু হয়েছে মর্মে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় দুই ইজিবাইক যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইজিবাইক চালককে শনাক্ত করা গেলে বিষয়টিতে ক্লিয়ার হওয়া যাবে। এছাড়া ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নেওয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।
প্রতিনিধি/ এমইউ