images

সারাদেশ

নেত্রকোনায় খাদ্য গুদামে মজুদে গরমিল, কর্মকর্তা প্রত্যাহার

জেলা প্রতিনিধি

১২ জুলাই ২০২৫, ০৬:৪৩ পিএম

নেত্রকোনার বারহাট্টায় সদর খাদ্য গুদামে ধান-চালের মজুদে গরমিল থাকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

শনিবার (১২ জুলাই) জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৯ জুন বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে বারহাট্টা সদর খাদ্য গুদাম পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান। পরিদর্শনকালে নির্দিষ্ট পরিমাণের চেয়ে ৯ মেট্রিক টন ৪৪০ কেজি ধান বেশি পাওয়া যায়। একইসাথে  চার হাজার ৪৬৭টি খালি বস্তা কম পাওয়া যায়। সেই অনুযায়ী খাদ্য বিভাগে রিপোর্ট পাঠানো হয়। পরিদর্শন রিপোর্টে এ ধরনের গরমিল পাওয়ার পর সংশ্লিষ্ট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরকে প্রত্যাহার করে খাদ্য বিভাগ।

বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান বলেন, ওই গুদামে বার্ষিক পরিদর্শনকালে নির্দিষ্ট পরিমাণের চেয়ে ৯ মেট্রিক টন ৪৪০ কেজি ধান অতিরিক্ত পাওয়া যায়। এছাড়া চার হাজার ৪৬৭টি খালি বস্তা কম পাওয়া যায়। রিপোর্টটি সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। 

এ বিষয়ে জানতে বারহাট্টা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি - এলএসডি) হুমায়ুন কবিরের ব্যবহৃত মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মোয়েতাছেমুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত ধান গুদামে জমা করা হয়েছে। খালি বস্তা কম থাকার কারণে ইতিমধ্যে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এমইউ