উপজেলা প্রতিনিধি
১২ জুলাই ২০২৫, ০৫:০৬ পিএম
ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র পাঠ্যবইয়ের শিক্ষায় শিক্ষিত করলে চলবে না। সুন্দর সমাজ বিনির্মাণে প্রয়োজন নৈতিক শিক্ষা। এটা পরিবার থেকে শুরু করতে হবে।
বর্তমানে শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা থেকে অনেকটাই দূরে সরে গেছে। তাই বইয়ের পাশাপাশি ছেলেমেয়েদেরকে অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে। তাহলেই তারা দেশের স্বার্থে ভবিষ্যতে নিরলস ভাবে কাজ করতে পারবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের শনিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সোনারগাঁয়ের প্রাথমিক স্তরের শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামগত উন্নয়ন করার ক্ষেত্রে সার্বিক সহযোগিতা করা হবে।
সোনারগাঁও সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংঘের শিক্ষা বিষয়ক কমিটির আহবায়ক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর শায়লা নাসরিনের সভাপতিত্বে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক একে লুৎফুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব শেখ মো. বিল্লাল হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম ও সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির।
অনুষ্ঠানে উপস্থিত ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সোনারগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং সোনারগাঁও সংঘের সহ-সাহিত্য প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক, সোনারগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ডেমরা কলেজের অধ্যক্ষ ড. নুরে আলম, সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ সোলায়মান খন্দকার, এডভোকেট আমির হোসেন, অধ্যাপক আশরাফুজ্জামান অপু, ব্যাংকার জুলহাস উদ্দিন, আব্দুল করিম, সোনারগাঁ সংঘের সহ-প্রচার সম্পাদক দেওয়ান শামসুর রহমান, দপ্তর সম্পাদক এ কে এম জানে আলম দীপু, অধ্যাপক সেলিম হায়দার প্রমুখ।