images

সারাদেশ

র‍্যাবের অভিযানে ২৬০ বোতল মদসহ পিকআপ ভ্যান জব্দ

জেলা প্রতিনিধি

১১ জুলাই ২০২৫, ০২:০৭ পিএম

র‍্যাবের বিশেষ অভিযানে ২৬০ বোতল ভারতীয় মদসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে জামালপুর পৌর শহরের বেলটিয়া এলাকায় র‍্যাব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এ টি এম আমিনুল ইসলাম।

আরও পড়ুন

জুয়ার আসর থেকে লাখ টাকা লুটের অভিযোগ পুলিশের বিরুদ্ধে 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার চাঁদগাঁও সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এসময় ২৬০ বোতল ভারতীয়  মদ এবং একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। জব্দ করা মদের বাজারমূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।

thumbnail_1000182790

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা মদ ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।

ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মদ ও পিকআপ ভ্যান নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস