images

সারাদেশ

গাজীপুরে কালভার্টের পাশ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১১ জুলাই ২০২৫, ১২:৪৬ পিএম

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা পূর্বপাড়া এলাকায় একটি কালভার্টের পাশ থেকে এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুলাই) সকাল ৯টার দিকে একটি কার্টন থেকে মরদেহ উদ্ধার করা হয়।

IMG-20250711-WA0001

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কালভার্টের পাশে স্থানীয়রা কার্টন দেখতে পান। কার্টনটি সন্দেহজনক মনে হলে তারা এগিয়ে গিয়ে খুলে দেখেন, ভেতরে একটি নবজাতক শিশুর মরদেহ রয়েছে। পরে তারা জয়দেবপুর থানায় খবর দেন। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

এসএসসিতে অকৃতকার্য হওয়ায় কক্সবাজারে ছাত্রের আত্মহত্যা

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, বানিয়ারচালা এলাকা থেকে ২-৩ দিনের একটি নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ সুরতহাল করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

IMG-20250711-WA0004

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে নবজাতকের পরিচয় এবং মৃত্যুর সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

প্রতিনিধি/এসএস