জেলা প্রতিনিধি
১১ জুলাই ২০২৫, ১২:০৫ পিএম
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাহেব আলী (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পশ্চিম ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাহেব আলী ওই গ্রামের মো. ছাবেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাহেব আলী মদিনানগর জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাহেব আলীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের ছেলে মো. জয়নাল অভিযোগ করে বলেন, ‘জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরেই আমার বাবাকে খুন করা হয়েছে। বাবার মোবাইল ফোনে হত্যার হুমকিও দিয়েছিল তারা।’
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সাহেব আলী জমি-জমা সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/একেবি