images

সারাদেশ

কলেজের ওয়াশরুমে ধর্ষণের অভিযোগে ছাত্র গ্রেফতার

জেলা প্রতিনিধি

১০ জুলাই ২০২৫, ১০:৫৩ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুরে ড. কাজী মোতাহার হো‌সেন ডিগ্রি কলেজের ওয়াশ রুমে এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (১০ জুলাই) ওই ছাত্রীর বাবা বাদী হয়ে পাংশা ম‌ডেল থানায় এক‌টি মামলা দা‌য়েরের পর জাবির আব্দুল্লাহ নামের অভিযুক্ত কলেজ ছাত্রকে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

সে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডা‌ঙ্গিপাড়া গ্রা‌মের বা‌সিন্দা। এর আগে গত বুধবার সকা‌লে পাংশা উপ‌জেলার ড. কাজী মোতাহার হো‌সেন ডিগ্রি কলেজে এ ঘটনা ঘ‌টে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত জাবির আব্দুল্লাহ ড. কাজী মোতাহার হো‌সেন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। একই শ্রেণির ছাত্রী হওয়ায় জাবিরের সঙ্গে তার প‌রিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত বুধবার কলেজের ওয়াশরু‌মে নি‌য়ে তা‌কে ধর্ষণ ক‌রে অভিযুক্ত। প‌রে বিষয়‌টি ক‌লেজ কর্তৃপক্ষ টের পেয়ে অভিভাবকদের খবর দেয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন জানান, ধর্ষণের শিকার ছাত্রীর বাবা বাদী হ‌য়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের ক‌রে‌ছেন। মামলার পর অভিযান চালিয়ে আসা‌মি‌কে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/ এমইউ