images

সারাদেশ

বরিশাল বোর্ডে অকৃতকার্য ৩৬ হাজার পরীক্ষার্থী

জেলা প্রতিনিধি

১০ জুলাই ২০২৫, ০৯:০৪ পিএম

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাশের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। 

যেখানে ৮২ হাজার ৯৩১ জন অংশগ্রহণকারী পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৬ হাজার ৭৫৮ জন পরীক্ষার্থী। এই হিসেবে অকৃতকার্য হয়েছেন ৩৬ হাজার ১৭৩ জন পরীক্ষার্থী।

বরিশাল শিক্ষা বোর্ডে প্রকাশিত এসএসসির ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার এক হাজার ৫০২টি স্কুলের ৮৪ হাজার ৭০২ শিক্ষার্থী এ বছর এসএসসি পরীক্ষায় নিবন্ধন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২ হাজার ৯৩১ জন।  

বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বরিশালে এ বছর ফলাফলের এ বাজে অবস্থার কারণ বেশিরভাগ শিক্ষার্থীরা যারা গ্রামে পড়াশোনা করেন, তারা ইংরেজি ও গণিতে ফেল করেছেন। ফলে ফলাফলের এ অবস্থা। আমরা প্রতিটি জেলায় জেলায় শিক্ষকদের নিয়ে সমাবেশ শুরু করেছি। 

আশা করি দ্রুত এ অবস্থা কাটিয়ে ওঠা যাবে। এছাড়া এ ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার প্রকৃত মান উঠে এসেছে বলে দাবি করেন তিনি।

প্রতিনিধি/ এমইউ