জেলা প্রতিনিধি
০৯ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম
নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার নবম দিনে আজ বুধবার (৯ জুলাই) চুয়াডাঙ্গা শহরে পথসভা শেষে দলটির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে নেতৃবৃন্দ বিকেল ৪টার দিকে দর্শনা ও জীবননগরের উদ্দেশে যাত্রা শুরু করেন। তবে পথিমধ্যে গাড়িবহর হঠাৎ দিক পরিবর্তন করে দামুড়হুদা উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের দিকে চলে যায়।
সেখানে তারা গিয়ে উপস্থিত হন গত ২ জুলাই তারিখে চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত কৃষক ইব্রাহিম বাবুর বাড়িতে। ইব্রাহিম বাবুর মরদেহ মৃত্যুর ছয় দিন পর ৮ জুলাই রাতে ভারতীয় পুলিশ বাংলাদেশে হস্তান্তর করে।
নিহতের পরিবারের সঙ্গে দেখা করে নাগরিক পার্টির নেতারা কিছু সময় কাটান এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, "বিএসএফের গুলিতে নিহত ইব্রাহিম বাবু ভাইয়ের মরদেহ সাত দিন পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তাদের পাশে দাঁড়াতে এসেছি। তার পরিবার এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। আমরাও চাই, আর কোনো মায়ের বুক যেন খালি না হয়। আমরা গ্রামের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছি। ৫ আগস্টের পর থেকে সীমান্তে হত্যা ও নির্যাতন বেড়েছে। বিএসএফ এখন আর কোনো সীমান্তরক্ষী বাহিনী নয়, বরং এটি একটি খুনি বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্ত হত্যা নিয়ে আমাদের সবাইকে প্রতিবাদী হতে হবে।"
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় এনসিপি দল দর্শনা ও জীবননগরের পূর্বনির্ধারিত পথসভা বাতিল করে। পরে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তারা ঝিনাইদহের উদ্দেশে রওনা হন।
প্রতিনিধি/ এমইউ