জেলা প্রতিনিধি
০৯ জুলাই ২০২৫, ০৯:৫২ পিএম
বৃহস্পতিবার মাগুরায় আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারাসহ অন্যরা।
এনসিপির এসব নেতারা মাগুরা জেলা জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক পদযাত্রায় অংশগ্রহণ করবেন।
মাগুরা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সেলিম বলেন, ১০ জুলাই এনসিপির সব কেন্দ্রীয় নেতা মাগুরার পদযাত্রায় অংশ নেবেন।
নেতাদের বুধবার (৯ জুলাই) সন্ধ্যার মধ্যে মাগুরায় পৌঁছানোর কথা রয়েছে।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে ভায়নার মোড় থেকে জেলার সব নেতাকর্মীর সাথে পদযাত্রায় অংশ নেবেন নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা প্রমুখ। মাগুরার কর্মসূচি শেষে নড়াইলের উদ্দেশে মাগুরা যাত্রা করবেন কেন্দ্রীয় নেতারা।
কেন্দ্রীয় নেতাদের আগমন উপলক্ষে মাগুরা জেলা নাগরিক পার্টির ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিন গোটা শহর প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠছে।
দল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভায়না মোড় থেকে পদযাত্রা শুরু হবে। এটি চৌরঙ্গী মোড় হয়ে ঢাকা রোড, সেখান থেকে ভায়না মোড়ে ফিরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হবে।
প্রতিনিধি/এসএস