images

সারাদেশ

নোয়াখালীতে বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি

জেলা প্রতিনিধি

০৯ জুলাই ২০২৫, ০৮:০১ পিএম

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলায় আশ্রয়কেন্দ্র, ত্রাণ সামগ্রী ও স্বেচ্ছাসেবকদের নিয়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও কাজ করবে।

বুধবার (৯ জুলাই) জেলার অতিরিক্ত প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইসমাঈল বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেন। 

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, নোয়াখালী জেলায় মোট ৪৬৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, যেখানে মোট তিন লাখ ৭২ হাজার ৮০০ জন মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হবে। এর মধ্যে বেগমগঞ্জ উপজেলায় একটি আশ্রয়কেন্দ্রের ধারণ ক্ষমতা ৮০০ জন, কোম্পানীগঞ্জ উপজেলায় ৪৭ টি আশ্রয়কেন্দ্রে ৩৭ হাজার ৬০০ জন, কবিরহাট উপজেলায় ১৩টি আশ্রয়কেন্দ্রে ১০ হাজার ৪০০ জন, নোয়াখালী সদর উপজেলায় ৩৬টি আশ্রয়কেন্দ্রে ২৮ হাজার ৮০০ জন, সুবর্ণচর উপজেলায় ১২৭টি আশ্রয়কেন্দ্রে এক লাখ ১৬ হাজার জন এবং হাতিয়া উপজেলায় ২৪২টি আশ্রয়কেন্দ্রে এক লাখ ৯৩ হাজার ৬০০ জন মানুষ আশ্রয় নিতে পারবে।

এদিকে মজুত ত্রাণ সামগ্রীর মধ্যে ৫০০ মেট্রিক টন চাল, নগদ অর্থ ১৮ লাখ টাকা এবং শুকনো খাবার রয়েছে ২৭৬০ প্যাকেট।

দুর্যোগকালীন মেডিকেল চিকিৎসার জন্য ১০১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, যার মধ্যে ইউনিয়ন পর্যায়ে ৯২টি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টি টিম কাজ করবে।

স্বেচ্ছাসেবক হিসেবে সিপিপির পাশাপাশি রেড ক্রিসেন্ট কাজ করবে। সিপিপির অধীনে কোম্পানীগঞ্জ, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় মোট ৮৩২০ জন স্বেচ্ছাসেবক কাজ করবে। রেড ক্রিসেন্টে কোম্পানীগঞ্জ, সুবর্ণচর, হাতিয়া, সোনাইমুড়ি, সেনবাগ, বেগমগঞ্জ, কবিরহাট, চাটখিল ও নোয়াখালী সদরে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করবে আট হাজার ৭১১ জন।

প্রতিনিধি/ এমইউ