জেলা প্রতিনিধি
০৯ জুলাই ২০২৫, ০৭:৩৯ পিএম
নওগাঁর বদলগাছীতে গাঁজাসহ সোহরাব হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে ১৪ দশমিক ৪ কেজি গাঁজা ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকেলে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বেগুন জোয়ার গ্রামে অভিযান চালিয়ে এসব গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সোহরাব হোসেন (৪৫) উপজেলার বেগুন জোয়ার গ্রামের মৃত আলী মন্ডলের ছেলে।
র্যাব- ৫ জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বেলা সাড়ে ১১টার দিকে বদলগাছীর বেগুন জোয়ার গ্রামে অভিযান চালায় র্যাব: ৫-এর সদস্যরা। অভিযান চালিয়ে সোহরাব হোসেন (৪৫) নামে একজনকে ১৪ দশমিক ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়। সোহরাব চিহ্নিত একজন মাদক কারবারি। সে বিভিন্ন সময় সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করত। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বদলগাছী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এমইউ