জেলা প্রতিনিধি
০৯ জুলাই ২০২৫, ০২:৩৪ পিএম
বরগুনা জেলা শহরে গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল থেকে মাঝারি থেকে ভারি ধরনের বৃষ্টি পড়ছে, যার ফলে শহরের বিভিন্ন সড়কে জমেছে পানি, চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
বুধবার (৯ জুলাই) সকালে থানা পাড়া এলাকায় দেখা যায়, রাস্তায় ভিজে গেছে মোটরসাইকেল, ছাতা মাথায় হাঁটছেন পথচারীরা। ব্যবসায়ী, চাকরিজীবী ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে প্রচণ্ড বৃষ্টির কারণে। জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের চলাচলেও বিঘ্ন ঘটছে।
স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, বরগুনা জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি নিম্নচাপের কারণে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে তারা।
বৃষ্টির ফলে যান চলাচলেও ধীরগতি লক্ষ্য করা গেছে। বেশ কিছু মোটরসাইকেল ও রিকশা সড়কে থেমে থাকতে দেখা গেছে, যা পরিস্থিতির জটিলতা আরও বাড়িয়েছে। আবহাওয়া অফিস থেকে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস থাকায় নাগরিকদের প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃষ্টির এই আবহাওয়া শহরের কৃষকদের জন্য কিছুটা আশার সংবাদ হলেও নিম্নআয়ের দিনমজুর ও রিকশাচালকদের জন্য তা হয়ে উঠেছে উদ্বেগের কারণ। রোদ না থাকায় তারা কাজ করতে পারছেন না, ফলে দিনে আয়ের উৎস বন্ধ হয়ে গেছে।
বরগুনা পৌরসভার পৌর প্রশাসক অনিমেষ বিশ্বাস বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে নিচু এলাকার পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাগরিকদের নিরাপদে চলাফেরার অনুরোধ জানানো হচ্ছে।
প্রতিনিধি/এজে