images

সারাদেশ

ময়মনসিংহে গণঅধিকার পরিষদের ৫৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি

০৯ জুলাই ২০২৫, ০৯:৩২ এএম

ময়মনসিংহে গণঅধিকার পরিষদের ৫৫ সদস্যের আংশিক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন এই কমিটিতে মো. মোশাররফ হোসেনকে সভাপতি ও মো. ইমরান হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটিতে হাকিম মো. আবুল কালামকে সিনিয়র সহসভাপতি এবং মো. আমিরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

প্রতিনিধি/টিবি