জেলা প্রতিনিধি
০৮ জুলাই ২০২৫, ০৭:৪৯ পিএম
ফরিদপুরে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা এ কে আজাদের দায়ের করা মামলায় বিএনপির ১৬ নেতাকর্মী আদালত থেকে জামিন পেয়েছেন।
মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ফরিদপুরের এক নম্বর আমলী আদালতের বিচারক আসিফ এলাহী এ আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ জুলাই এ কে আজাদ তার নিজ বাড়িতে আওয়ামী লীগ সমর্থকদের নিয়ে এক গোপন বৈঠক করছিলেন—এমন অভিযোগ তুলে ফরিদপুর মহানগর বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে যান। ঘটনার পর ৫ জুলাই কোতোয়ালি থানায় এ কে আজাদের পক্ষে বিএনপির ১৬ নেতার নামে মামলা করা হয়।
মামলার আসামিদের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, যুবদলের সাধারণ সম্পাদক তরুণ বিশ্বাসসহ ১৫ জন মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করেন। বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
এ ছাড়া মামলার ১১ নম্বর আসামি মির্জা প্রিন্স আলীকে সোমবার সন্ধ্যায় চর মাধবদিয়া ইউনিয়নের নিজ বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ আটক করে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হলে তিনিও জামিন পান।
জামিনের পর বিএনপি নেতাকর্মীরা আদালত চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম ও সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ বক্তব্য রাখেন। এ সময় তারা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের দোসরদের ফরিদপুরে কোনো ঠাঁই হবে না।’
প্রতিনিধি/একেবি