ঢাকা মেইল ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ০৫:১৫ পিএম
স্বাস্থ্য অধিদফতর কর্তৃক মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের উচ্চতর পদমর্যাদা ও ১৪তম গ্রেড প্রদানের দাবিসহ ছয় দফা দাবি তুলে ধরে অবস্থান কর্মসূচি পালন করেছে স্বাস্থ্যকর্মীরা।
মঙ্গলবার (৮ জুলাই) সকাল আটটা থেকে এ অবস্থান কর্মসূচি শুরু হয়ে শেষ হয় বেলা এগারোটায়।
মাগুরা সদর, শালিখা, মোহাম্মদপুর ও শ্রীপুর উপজেলার স্বাস্থ্য সহকারীরা এ অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন- বাংলাদেশ হেলথ অ্যাসোসিয়েশনের মাগুরা জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হাসানসহ অন্যরা।
বক্তারা দেশের ক্লান্তিকালে তাদের স্বাস্থ্যসেবার অগ্রণী ভূমিকা পালনের কথা তুলে ধরেন এবং দেশের করোনা মহামারি থেকে শুরু করে পোলিও, গুটি বসন্ত প্রতিরোধে স্বাস্থ্যসেবা প্রদানের কথা উল্লেখ করেন। জেলার স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে স্বাস্থ্য সহকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে তারা জানান।
ছয় দফা দাবির মানা না হলে আগামীতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন অবস্থানকারীরা।
প্রতিনিধি/এসএস